5913

11/06/2025 কাঁচা মরিচ তাজা রাখার উপায়

কাঁচা মরিচ তাজা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক

৩ আগস্ট ২০২২ ০১:৪১

বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার পর কয়েকদিন যেতে না যেতেই নেতিয়ে পড়ে সেগুলো। এমনকি ফ্রিজে রাখলেও শুকিয়ে যায় মরিচ। কীভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত তাজা থাকবে কাঁচা মরিচ জেনে নিন-

*মরিচ কখনও বোঁটাসহ ফ্রিজে রাখবেন না। বোঁটা ছিঁড়ে রাখলে পচবে না মরিচ।
*বাইরের বাতাস ঢুকতে না পারে এমন বয়ামে মরিচ রাখুন। জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন। বয়াম বা ব্যাগের ভেতরে কিচেন টাওয়েলে মুড়ে মরিচ রাখুন ফ্রিজে। ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকবে।
*পলিথিন ব্যাগে মরিচ রাখবেন না। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
*ফ্রিজে রাখার আগে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া মরিচ সরিয়ে ফেলবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]