40508

11/12/2025 রাজধানীর বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৫ ২১:৪২

রাজধানীতে বনানীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে মোট ২৪টি দোকান সীলগালা, ১টি আবাসিক হোটেল ও ১টি হাসপাতালকে বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৪/২ এর আওতাধীন এলাকায় বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার-৪/২ মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা সহ বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক, বাণিজ্যিক ব্যবহার করায় মোট মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে মোট ২৪টি দোকান সীলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়।

এ সময় ১টি আবাসিক হোটেল এবং ১টি হাসপাতালের মালিকপক্ষ, প্রতিনিধিকে ১ মাসের মধ্যে অ-আবাসিক, বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং এ লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।

এছাড়া মোবাইল কোর্ট চলাকালে একটি রেস্টুরেন্টের বেজমেন্টের গাড়ি পার্কিং এর স্থানে মালামাল রাখায় রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত পার্কিং স্থান খালী করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়াও ফুটপাতে জনগণের চলাচলের সুবিধার্থে ভাসমান ১৪ টি দোকান উচ্ছেদ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]