40048

11/05/2025 হাতে স্যালাইন, মুখে হাসি— আশার বার্তা অভিনেত্রী চিত্রাঙ্গদার

হাতে স্যালাইন, মুখে হাসি— আশার বার্তা অভিনেত্রী চিত্রাঙ্গদার

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর ২০২৫ ১২:৫৮

হাতে স্যালাইনের নল, চোখেমুখে স্পষ্ট ক্লান্তি, তবুও হাসিমুখ! এমন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, সঙ্গে দিলেন এক বার্তা। সে থেকেই তোলপাড় নেটমাধ্যম, হলো কী অভিনেত্রীর!

সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুরাগীদের মাঝে। অনেকেই জানতে চান, কী হয়েছে চিত্রাঙ্গদার,ঠিক আছেন তিনি?

সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখেন, “আশা করছি, খুব তাড়াতাড়ি খরগোশের মতো দৌড়ব।” তার এই কথার মধ্যেই ছিল ইতিবাচক মনোভাবের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

চিত্রাঙ্গদাকে সর্বশেষ দেখা যায় ‘হাউসফুল ফাইভ’-এ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সালমান খানের সঙ্গে নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিংয়ে। জানা গেছে, ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে লাদাখের দুর্গম পার্বত্য এলাকায়, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও অল্প অক্সিজেনের পরিবেশে কাজ করতে হয়েছে শিল্পীদের। ইউনিটের একটি সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন চিত্রাঙ্গদা, যেখানে তাকে নিজেই কিছু বিপজ্জনক দৃশ্য সম্পন্ন করতে হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]