39359

11/05/2025 পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে উদ্ধার

পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ সাত শিশুকে উদ্ধার করা হয়েছে৷ শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জলদির আমেনা পার্ক সংলগ্ন ধুইল্যাঝিরি পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুরা হল- মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আল-জাওয়াহরি, মো. জিনান ও মো. সাঈদ।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সাত বন্ধু মিলে আমেনা পার্কে ঘুরতে যায়। পরে সন্ধ্যা নেমে এলে তারা পথ হারিয়ে ফেলে গহীন জঙ্গলে রাত কাটায়। পরবর্তীতে শনিবার ভোরে আমেনা পার্ক সংলগ্ন ধুইল্যাঝিরি পাহাড়ি এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাানন, ভোরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ সাত ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]