38259

11/05/2025 ক্রিম চা রেসিপি

ক্রিম চা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩

চা ছাড়া যেন দিন চলেই না। আর তাই চাপ্রেমী বাঙালিদের জন্য রোজ তৈরি হচ্ছে নানা স্বাদের চা। রঙ চা, দুধ চা কিংবা গ্রিন টি তো অনেক খাওয়া হলো। এবার বিলাসি কিছু হয়ে যায়। বানিয়ে ফেলুন ক্রিম চা। জানুন রেসিপি-

উপকরণ:

চা পাতা– ১ চা চামচ
পানি– ১ কাপ
দুধ– ১/২ কাপ
চিনি– ২ চা চামচ (স্বাদমতো)
হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম– ২ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা (ইচ্ছা)

প্রণালি:

এক কাপ পানিতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত চায়ের মধ্যে দুধ ও চিনি দিয়ে ২–৩ মিনিট ফুটিয়ে নিন। চা ছেঁকে কাপের মধ্যে ঢেলে নিন।

ওপরে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম দিয়ে দিন। চাইলে হালকা নেড়ে নিতে পারেন, আবার লেয়ার আকারেও রাখতে পারেন। অতিরিক্ত ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স বা দারুচিনি গুঁড়া সামান্য ছিটিয়ে দিতে পারেন।গরম গরম ক্রিম চা উপভোগ করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]