1282

11/05/2025 খাদ্য সহায়তার দাবিতে রিকশা চালকদের মানববন্ধন

খাদ্য সহায়তার দাবিতে রিকশা চালকদের মানববন্ধন

জেলা সংবাদদাতা, খুলনা

২২ এপ্রিল ২০২১ ১৭:০৫

লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও খাদ্য সহায়তার দাবিতে খুলনায় মানববন্ধন করেছে রিকশা, অটোরিকশা চালক-শ্রমিকরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীর জোড়াগেট ট্রাফিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু।

বক্তারা বলেন, লকডাউনে রিকশা শ্রমিকরা না খেয়ে দিন পার করছে। পরিবারের খাবার জোগাতে রিকশা নিয়ে পথে নামলে সেটি আটক করে জরিমানা করা হচ্ছে, এটা অমানবিক। বক্তারা বলেন, শ্রমিকদের অযথা হয়রানি, রিকশা উচ্ছেদ বা আটক করে সমাধান হবে না। তারা অবিলম্বে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান।

 

 

 

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]