স্টারলিংকের হাত ধরে ই-লার্নিং যুগে খাগড়াছড়ির পাহাড়ি স্কুলগুলো
প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫ ১০:৫৫
আপডেট:
১২ নভেম্বর ২০২৫ ১২:৩৪
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (কেএইচডিজেডপি) মধ্যে সম্প্রতি একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে চালু হতে চলেছে অত্যাধুনিক ই-লার্নিং সিস্টেম। এই চুক্তির ফলে এখন থেকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের সাহায্যে এখানকার শিক্ষার্থীরা উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে।
বুধবার (১২ নভেম্বর) সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) খাগড়াছড়ির জেলা সার্কিট হাউজে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই উদ্যোগের ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: